উত্তর : যদি মূলধন যাকাতের নিছাব পরিমাণ হয় তাহলে প্রতিবছর যাকাত দিতে হবে (তিরমিযী, হা/৬৩১-৩২)। কারণ যাকাত দেয়ার জন্য নিছাব পরিমাণ টাকার মালিক হলেই হবে এবং তা এক বছর অতিক্রান্ত হলেই হবে। নিজের হাতে থাকুক বা অন্যের হাতে থাকুক। পুরো মালিকানা থাকলে যাকাত দিতে হবে। মা‘মার (রাহিমাহুল্লাহ) ইমাম যুহরী (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করছেন, পাওনা টাকার উপর যাকাত দিতে হবে কি? তিনি উত্তর দেন,
نَعَمْ إِذَا كَانَ فِيْ ثِقَةٍ، وَإِذَا كَانَ يَخَافُ عَلَيْهِ التَّوَى فَلَا يُزَكِّيْهِ، فَإِذَا قَبَضَهُ زَكَّاهُ لِمَا غَابَ عَنْهُ
‘হ্যাঁ, পাওনা যদি বিশ্বস্ত মহলে হয় তাহলে যাকাত দিবে। আর পাওনা যদি উধাও হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে যাকাত দিবে না। তবে যদি এই পাওনা হাতে আসে তাহলে বিগত সময়েরও যাকাত দিতে হবে’ (মুছান্নাফে আব্দুর রাযযাক, হা/৭১৩১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : নাছিরুদ্দীন, দুবাই।