উত্তর : এটা প্রসিদ্ধ জাল বর্ণনা (সিলসিলাহ যঈফাহ হা/১৯১)। এ ধরনের জাল হাদীছ প্রচার করা হারাম। মূর্খ খত্বীবরা মিম্বারে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য প্রচার করে থাকে। আরেকটি জাল বর্ণনা এসেছে, মুরগি আমার উম্মতের গরীবদের ছাগল আর জুম‘আ গরীবদের হজ্জ (সিলসিলা যঈফাহ হা/১৯২)।
প্রশ্নকারী : নাদীম, ময়মনসিংহ।