উত্তর : সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি হবে সেই ব্যক্তি, যে জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তি পাবে (ছহীহ মুসলিম, হা/১৮৬, ‘ঈমান’ অধ্যায়-১, ‘নিম্ন শ্রেণীর জান্নাতী’ অনুচ্ছেদ-৮৬)। জাহান্নাম থেকে বের হওয়া ও জান্নাতে যাওয়া এটাই সবচেয়ে বড় ঘটনা। সুতরাং দুনিয়া থেকে দশগুণ বড় না ছোট সেটা বড় বিষয় নয়। অন্যত্র জান্নাতের প্রশস্ততা আসমান ও যমীনের সাথে তুলনা করা হয়েছে (সূরা আলে ‘ইমরান : ১৩৩; সূরা আল-হাদীদ : ২১)। দুনিয়া থেকে দশগুণ এটা একটা উদাহরণ মাত্র, যা দ্বারা জান্নাতের প্রশস্ততার কথা উল্লেখ করা হয়েছে (আল্লামা বদরুদ্দীন আইনী, ‘উমদাতুল ক্বারী, ২৩ তম খণ্ড, পৃ. ১২৯)। সুতরাং হাদীছে ‘দুনিয়া’ বলতে পৃথিবীকে বুঝানো হয়েছে।
প্রশ্নকারী : দাউদ, মহেশপুর, ঝিনাইদহ।