উত্তর :যাবে না। কারণ সালাফদের পক্ষ থেকে এমন কোন দলীল পাওয়া যায় না। নির্ধারিত সুন্নত নির্ধারিত সময়েই আদায় করতে হবে। পরের সুন্নাত আগে আদায় করা রাসূল (ﷺ)-এর নির্দেশ বহির্ভূত কাজ। আল্লাহ তা‘আলা বলেন,
ذٰلِکَ بِاَنَّهُمۡ شَآقُّوا اللّٰهَ وَ رَسُوۡلَهٗ ۚ وَ مَنۡ یُّشَاقِقِ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیۡدُ الۡعِقَابِ
‘এটা এ জন্য যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করেছে। আর কেউ আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর’ (সূরা আল-আনফাল : ১৩)।
প্রশ্নকারী : ইউসুফ, চাঁদপুর।