উত্তর : আদনান (عدنان) অর্থ স্থায়ী বাসিন্দা, ইক্বতিদার (اقتدار) অর্থ শক্তি, সামর্থ্য, যোগ্যতা, ক্ষমতা ইত্যাদি। অর্থের দৃষ্টিকোণ থেকে এ নাম রাখাতে কোন সমস্যা নেই। পিতা-মাতার নামের সাথে মিল রেখে নাম রাখা যাবে। সালাফে ছালেহীনের মাঝে এরূপ অভ্যাস প্রমাণিত রয়েছে। হুসাইন ইবনু আলী (রাযিয়াল্লাহু আনহুমা) তাঁর এক সন্তানের নাম রেখেছিলেন আলী (যাইনুল আবেদীন)।
প্রশ্নকারী : মনোয়ার, চাঁপাইনবাবগঞ্জ।