উত্তর : না, উভয়ের সম্পদ একত্রিত করা যাবে না। স্ত্রীর স্বর্ণালঙ্কারের যাকাত স্ত্রীই দিবে যদিও তার অর্থ স্বামী দেয়। কারণ স্পষ্ট যে, যাকাত ফরয হওয়ার জন্য শর্তই হচ্ছে সম্পদের মালিক হওয়া (সূরা আত-তাওবা : ১০৩; সূরা আল-মা‘আরিজ : ২৪)। অনুরূপ নিছাব পরিমাণ হলে স্বামীও তার অর্থের যাকাত দেবে। তবে স্বর্ণ হোক বা টাকা হোক সমুদয় সম্পদের মালিকানা যদি স্বামীর হাতে থাকে তাহলে স্বামীই যাকাত প্রদান করবে।
প্রশ্নকারী : মানছূর, ঢাকা।