উত্তর : বিধর্মীদের উৎসব উপলক্ষে বাজারের আয়োজন করা হয়ে থাকে তা থেকে পোশাক-পরিচ্ছদ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র শর্ত সাপেক্ষে ক্রয় করতে পারে। এই জিনিস ক্রয়ের মাধ্যমে যেন তাদের উৎসবের সহযোগিতা এবং তাদের স্বাদৃশ্যের কারণ যেন না হয় (ইক্বতিযাউ ছিরাতিল মুস্তাক্বীম, ২/৫২৬; আল-ফাতাওয়া আল-কুবরা, ২/৪৮৯ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেন وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی ۪ وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ۪ ‘সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (সূরা আল-মায়েদাহ: ২)। ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।
প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।