উত্তর : সম্পদ বণ্টনের ক্ষেত্রে সাধারণ মূলনীতি হল, ব্যক্তির মুত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ ওয়ারিছদের মাঝে বণ্টন হবে। তবে কোন বিশেষ প্রয়োজনে জীবিত অবস্থায়ও তা বণ্টন করা যেতে পারে। যার শুধু চারজন মেয়ে রয়েছে, তিনি তার সমস্ত সম্পত্তি তাদের নামে বণ্টন করতে পারবেন না। বরং তাদের জন্য নির্ধারিত ভাগ তথা সমস্ত সম্পত্তির দু-তৃতীয়াংশ তাদের মাঝে বণ্টন করতে পারবেন। বাকি সম্পত্তি অন্য ওয়ারিছগণ পাবেন (সূরা আল-নিসা : ১১)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি, বরিশাল।