উত্তর : মসজিদের ক্বিবলার দিকে ক্ববর থাকলে ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয নয় (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনু উছাইমীন, ২/২৩৪-২৩৫ পৃ.)। রাসূল (ﷺ) বলেছেন, لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا ‘তোমরা কখনো ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২)। এ প্রসঙ্গে শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ, শায়খ ইবনে বায বলেন, ‘মসজিদ ও ক্ববরের মাঝে পার্থক্য করার জন্য একটি দেওয়াল দেয়া অপরিহার্য। পৃথকীকরণ ব্যতীত ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয নয় (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ১২/৩১; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৩/৩৫৭)।
প্রশ্নকারী : মুহাম্মাদ আলী, দিনাজপুর।