উত্তর : এই ধরনের জামা কাপড় পরিধান করতে কোন সমস্যা নেই। তবে এটা যদি কোন ধর্ম বা নির্দিষ্ট কোন অনুসারীদের প্রতীক হয়ে থাকে, তাহলে তা ব্যবহার করা যাবে না। কেননা হাদীছে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/৪০৩১)।
প্রশ্নকারী : আদনান হাবীব, কুমিল্লা।