উত্তর : ইসলামে পালনীয় যেকোন বিধান প্রয়োজনীয়তা প্রশ্নের ঊর্ধ্বে। কোন আদেশ আসলে তা মুসলিমরা মানতে বাধ্য। যদিও দাড়ি রাখার উপযুক্ত নির্দেশনা আছে এবং মুসলিম পুরুষের প্রয়োজনও আছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা গোফ ছেঁটে ফেলো এবং দাড়ি ছেড়ে দাও’ (ছহীহ মুসলিম, হা/২৫৯)। নারীগণ বাইরে গেলে তারা তাদের মুখমণ্ডল ঢেকে বের হবে, যা সূর্যের অতিরিক্ত তাপ থেকে মুক্তি দেবে। আর পুরুষদের দাড়ি সূর্যের অতিরিক্ত তাপ থেকে মুক্তি দেবে, পৌরুষত্বের প্রমাণ, মুখমণ্ডলের চর্ম রোগ থেকে মুক্তি, পুরুষদের দুর্বলতা দূর করতে সহায়তা করে, ছেলে-মেয়েদের পার্থক্য এবং দাড়ি পুরুষদের সৌন্দর্যের প্রতীক। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে যেকোন বিধানের প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বিধানের কোন উপকারিতা বুঝতে পারলে আল-হামদুলিল্লাহ আর বুঝা না গেলেও কোন সমস্যা নেই। মূল বিষয় হল ইত্তেবা বা অনুসরণ’ (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১৭তম খণ্ড, পৃ. ৩৮১)।
প্রশ্নকারী : সামিউল, রাজশাহী।