উত্তর : পিতা-মাতা উভয়ে যদি সুস্থ, সবল ও জীবিত থাকেন, তাহলে তাদের পক্ষ থেকে হজ্জ ও ‘উমরাহ পালন করা সিদ্ধ হবে না (ফাতওয়া ইবনি উছাইমীন, ২১/১৪১ পৃ.)। আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ফযল ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) একই বাহনে আল্লাহর রাসূল (ﷺ)-এর পিছনে আরোহণ করেছিলেন। এরপর খাশ‘আম গোত্রের জনৈক মহিলা উপস্থিত হল। তখন ফযল (রাযিয়াল্লাহু আনহু) সেই মহিলার দিকে তাকাতে থাকে এবং মহিলাটিও তার দিকে তাকাতে থাকে। আর আল্লাহর রাসূল (ﷺ) ফযলের চেহারা অন্যদিকে ফিরিয়ে দিতে থাকে। মহিলাটি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহর বান্দার উপর ফরযকৃত হজ্জ আমার বয়োঃবৃদ্ধ পিতার উপর ফরয হয়েছে। কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, আমি কি তাঁর পক্ষ হতে হাজ্জ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ (আদায় কর)। ঘটনাটি বিদায় হাজ্জের সময়ের (ছহীহ বুখারী, হা/১৫১৩; ছহীহ মুসলিম, হা/১৩৩৪)। উক্ত হাদীছে অক্ষম ব্যক্তির জন্য অনুমতি প্রদান করেছেন।
প্রশ্নকারী : মু‘তাছিম বিল্লাহ ফুয়াদ, গাজীপুর।