উত্তর : শুক্রবারে আরাফা হলে সে বছরের হজ্জ সাত হজ্জের সমতুল্য এই মর্মে কোন দলীল পাওয়া যায় না। তবে যেটা বর্ণিত আছে সেটা হচ্ছে- ৭০ হজ্জের সমতুল্য বা ৭২ হজ্জের সমতুল্য। কিন্তু এটা জাল বর্ণনা। ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এটি বাতিল। নবী (ﷺ), ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ হতে এর কোন ভিত্তি নেই (যাদুল মা‘আদ, ১/৬৫ পৃ.)।
প্রশ্নকারী : নাজমুল, মাদারীপুর।