উত্তর : ব্যবসায়ী দ্রব্যের বর্তমান বাজার মূল্য ধরে যাকাত দিতে হবে। মূলত এটিই শরী‘আত। কারণ বছর শেষে ক্রয়কৃত পণ্যের মূল্য কমও হতে পারে আবার বেশিও হতে পারে। সুতরাং সে বর্তমানে যতটা সম্পত্তির মালিক, সেই পরিমাণ হিসাবেই তার উপর যাকাত ফরয হবে। যদি সে পাইকারী ব্যবসায়ী হয়, তাহলে পাইকারী মূল্য ধরে যাকাত দিবে। আর যদি খুচরা ব্যবসায়ী হয়, সেক্ষেত্রে খুচরা মূল্য ধরে যাকাত দিবে (রিসালাতুন ফিয যাকাত লি ইবনে বায, পৃ. ১১; আশ-শারহুল মুমতি‘, ৬/১৪৬ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৬২৩৬, ১৭৮৯০৪)।
প্রশ্নকারী : নাজমুল ইসলাম, মুক্তাগাছা ময়মনসিংহ।