উত্তর : উক্ত মর্মে জাল বর্ণনা আছে (আল-ফিরদাউস, হা/২৭৫২)। এর সনদে গিয়াস ইবনু ইবরাহীম নামে একজন ব্যক্তি আছে সে মিথ্যুক ও খবীছ। আরেকজন রাবী মায়সারা ইবনু আব্দে রাব্বিহি আছে সেও প্রসিদ্ধ মিথ্যুক (সিলসিলা যঈফাহ, হা/২২১)।
প্রশ্নকারী : মা‘রূফ, চাঁপাইনবাবগঞ্জ।