উত্তর : স্বামীর অবর্তমানে মহিলারা প্রয়োজনে পূর্ণাঙ্গ পর্দাসহ পর-পুরুষের সাথে কথা বলতে পারে। তবে সে কথা যেন কর্কষও না হয় ও মধুময়ও নয় হয়। বরং স্বাভাবিক হবে। মহান আল্লাহ বলেছেন,
یٰنِسَآءَ النَّبِیِّ لَسۡتُنَّ کَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیۡتُنَّ فَلَا تَخۡضَعۡنَ بِالۡقَوۡلِ فَیَطۡمَعَ الَّذِیۡ فِیۡ قَلۡبِہٖ مَرَضٌ وَّ قُلۡنَ قَوۡلًا مَّعۡرُوۡفًا
‘হে নবী-পত্নীগণ! তোমরা অন্য নারীর মত নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর-পুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বল না, যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুদ্ধ হয়। আর তোমরা সদালাপ কর (স্বাভাবিকভাবে কথা বল)’ (সূরা আল-আহযাব : ৩২)।
প্রশ্নকারী : আলী হাসান, খুলনা।