উত্তর : আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আসমান-যমীনে যা কিছু ঘটে তা সবই আল্লাহ্র হুকুমেই হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ‘আর সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি, যা তাঁরই হুকুমের অনুগত, তা তিনিই সৃষ্টি করেছেন। জেনে রাখ, সৃজন ও আদেশ তাঁরই। সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়’ (সূরা আল-আ‘রাফ : ৫৪)। এই আল্লাহ তোমাদের প্রতিপালক ও মালিক (সূরা আল-ফাত্বির : ১৩)। স্থল ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে তার সবকিছুই তিনি অবগত রয়েছেন, তাঁর অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোন শস্যকণাও অংকুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুস্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই (সূরা আল-আন‘আম : ৫৯)। সুতরাং উপরের কথাটি হবে- যা কিছু হয় তা সবই আল্লাহর জ্ঞানের আওতায় (সূরা লুক্বমান : ১৬)।
প্রশ্নকারী : আব্দুর রাকীব, চিরিরবন্দর, দিনাজপুর।