উত্তর : যাদুবিদ্যা গ্রহণ করা এবং অপরকে শিখানো উভয়ই মারাত্মক গুনাহের কাজ। যাদু শিরকের মতই কাবীরা গুনাহ এবং ইসলাম ভঙ্গের কারণ। যাদুকর এবং যাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী উভয়ই সমান গুনাহগার। আর নিশ্চিতরূপে যাদুকরের শাস্তি হল মৃত্যুদণ্ড’ (ফাতাওয়া নূরুন আলাদ র্দাব ইবনে বায, ১/৩৫৫-৩৫৬)। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর সুলাইমান কুফরী করেনি, বরং শয়তানরা কুফরী করেছে। তারা মানুষকে যাদু শিখাত...। আর তারা নিশ্চিতভাবে জানত যে, যে কেউ তা (যাদুবিদ্যা) ক্রয় করে, পরকালে তার কোন অংশ নেই...’ (সূরা আল-বাক্বারাহ : ১০২)। ইবনু জারীর আত-তাবারী (রাহিমাহুল্লাহ) ও ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এখানে যাদুকে শয়তানের কালাম ও কুফরী বলা হয়েছে’ (তাফসীরে ত্বাবারী, ২/৪১৭; তাফসীরে ইবনু কাছীর, ১/৩৪৮ পৃ.)।
প্রশ্নকারী : রহমাতুল্লাহ, পঞ্চগড়।