উত্তর : তার যব্হকৃত পশুর গোশত খাওয়া হালাল হবে। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘বাকশক্তিহীন ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী এবং অন্তরের নিয়ত অনুযায়ী ইশারার মাধ্যমে পশুর উপর আল্লাহর নাম নেবে। এটাই তার জন্য যথেষ্ট হবে। ইনশাআল্লাহ’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ২২/৩৭২ পৃ., ফৎওয়া নং-২০৭৭০ এর দ্বিতীয় প্রশ্ন)। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘বোবার যব্হকৃত পশুর বৈধতার ব্যাপার আহলুল ইলম বা বিদ্বানগণ ঐকমত্য পোষণ করেছেন। যেমন লাইছ, শাফিঈ, ইসহাক্ব, আবূ ছাওর, শা‘বি, ক্বাতাদাহ্, হাসান ইবনু ছালিহ প্রমুখ। যখন প্রমাণ হয়ে যাবে যে, সে আকাশের দিকে তাকিয়ে ইশারা করেছে। এই ইশারাই প্রমাণ করবে যে, সে আকাশের সত্তার নাম নেয়ার নিয়ত করেছে। এক্ষেত্রে তার ইশারা উচ্চারণের স্থলাভিষিক্ত হবে’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩২২৩)।
প্রশ্নকারী : হুসাইন সাগর, জয়পুরহাট।