উত্তর : যারা কুরবানী করবে তারাই কেবল নখ-চুল কাটবে না। উম্মে সালামা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী দেয়ার ইচ্ছা রাখে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে’ (ছহীহ মুসলিম, হা/১৫৬৫; মিশকাত, হা/১৪৫৯)। উল্লেখ্য যে, যাদের কুরবানী নেই তারাও নখ, চুল কাটা থেকে বিরত থাকবে এবং কুরবানীর দিন কাটলে পূর্ণ নেকী পাবে মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে, তা যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/২৭৮৯; যঈফ নাসাঈ, হা/৪৩৬৫; মিশকাত, হা/১৪৭৭)। উক্ত হাদীছের উপর আমল করা যাবে না।