উত্তর : এমন প্রশ্ন করা যাবে না। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন,
يَأْتِى الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُوْلُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُوْلَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللهِ وَلْيَنْتَهِ.
‘শয়তান তোমাদের কারো নিকট আসে এবং বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে? পরিশেষে এ প্রশ্নও করে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? এ পর্যায়ে পৌঁছলে তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর এবং এ ধরনের ভাবনা থেকে বিরত হও’ (ছহীহ বুখারী, হা/৩২৭৬; ছহীহ মুসলিম, হা/১৩৪; মিশকাত, হা/৬৫)।
প্রশ্নকারী : আলমগীর, বগুড়া।