উত্তর : নারীর সাজ-সজ্জা হিসাবে নখে পলিশ করা বৈধ এবং এ পলিশ নিয়ে ছালাত পড়তেও দোষের কিছু নেই। তবে পলিশের মধ্যে যদি এমন কোন ধাতু থাকে যার ফলে পলিশের নিচে পানি যদি না পৌঁছে, তাহলে পলিশ তুলে ফেলে ওযূ ও গোসল করতে হবে। অন্যথা ওযূ-গোসল শুদ্ধ হবে না এবং ছালাতও শুদ্ধ হবে না (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০৭২৮)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, ‘যদি পলিশ নখের ওপর প্রলেপ তৈরি করে তাহলে ওযূর আগে এই প্রলেপ তুলে ফেলা ছাড়া ওযূ শুদ্ধ হবে না। আর যদি মেহেদীর মত পলিশের কোন প্রলেপ না থাকে তাহলে ওযূ শুদ্ধ হবে’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৫/২১৮ পৃ.)।
প্রশ্নকারী : মাসুদ রানা, মাধবদী, নরসিংদী।