উত্তর : এই অবস্থায় ছালাত কছর করা যাবে না। শুধু সফরে ছালাত কছর করা যায় (সূরা আন-নিসা: ১০১; ছহীহ বুখারী, হা/১০৮১)। এছাড়া অন্য কোন কারণে ছালাত কছর করা যায় না। যদি বাড়ি হতে চাকরিস্থল দূরে হয়; এমন দূরে যেটাকে সফর বলে গণ্য করা সম্ভব তাহলে কছর করা যাবে (ছহীহ বুখারী, হা/১০৮১)। আর সফর অবস্থায় কছর করাটাই উত্তম (ছহীহ মুসলিম, হা/৬৮৬)। তবে ইচ্ছে করলে মাঝেমধ্যে ছালাতকে জমা করে আদায় করতে পারবে। যেমন যোহর ও আছর অথবা মাগরিব ও এশা একসাথে আদায় করে নিতে পারবে। মাঝেমধ্যে এভাবে জমা করে ছালাত আদায় করতে পারবে। তবে অভ্যাস বানিয়ে নিতে পারবে না। রাসূলুল্লাহ (ﷺ) যোহর-আছর ও মাগরিব-এশার ছালাত কোন ভয়-ভীতি ও বৃষ্টি-সফর ছাড়াই জমা করেছেন (ছহীহ মুসলিম, হা/১৬৬৩ ও ১৬৬৭)। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় ৭/৮ দিন যোহর-আছর ও মাগরিব-এশা জমা করেছেন (ছহীহ বুখারী, হা/৫৪৩; ছহীহ মুসলিম, হা/১৬৬৩)।
প্রশ্নকারী : বেলাল হোসেন, খিলখেত, ঢাকা।