উত্তর : মূলত ছাদাক্বাহ ফক্বীর, মিসকীন, মুখাপেক্ষী, অভাবগ্রস্ত, অভাবী ও দরিদ্র্যদের প্রয়োজন পূরণার্থে ইবাদত স্বরূপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেয়া হয়ে থাকে। কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং যে কোন ফক্বীর, মিসকীনকে দেয়া যাবে। পক্ষান্তরে হাদিয়া শুধু ফক্বীর, মিসকীনকে দেয়া শর্ত নয়, বরং গরীব ও ধনী উভয়কেই দেয়া বৈধ। এর উদ্দেশ্য হল- প্রদানকারী ও গ্রহীতার মধ্যে প্রেম, ভালোবাসা ও বন্ধুত্ব বৃদ্ধি করা অথবা কারোর প্রতি সম্মান প্রদর্শন করা, হাদিয়া দেয়া (আল-আদাবুল মুফরাদ হা/৫৯৪, সনদ ছহীহ)। স্বয়ং রাসূল (ﷺ) হাদিয়া গ্রহণ করতেন। ছাদাক্বাহ এবং হাদিয়া দু’টিই নেকীর কাজ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৪৬১৪)।
প্রশ্নকারী : আবূ তাহের, পশ্চিমবঙ্গ, ভারত।