উত্তর : এটা জায়েয নয়। কারণ এরূপ কোন আমল রাসূল (ﷺ) ও ছাহাবীগণ থেকে প্রমাণিত না থাকায় এটি বিদ‘আত। রাসূল (ﷺ) বলেছেন, ‘কেউ আমাদের এই দ্বীনের অংশ নয় এমন কিছু উদ্ভাবন করলে বা অনুপ্রবেশ ঘটালে তা পরিত্যাজ্য ও প্রত্যাখ্যাত’। অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের মধ্যে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই (অর্থাৎ দলীলবিহীন) তা অগ্রহণযোগ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; আবূ দাঊদ, হা/৪৬০৬; ইবনু মাজাহ, হা/১৪)। তাছাড়া এর মধ্যে রিয়া অর্থাৎ আত্মপ্রদর্শন বা লৌকিকতার ছোঁয়া রয়েছে। অথচ রাসূল (ﷺ) এ ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন এবং উম্মতকে সতর্ক করেছেন (মুসনাদে আহমাদ, হা/২৩৬৩০, ২৩৬৩১, ২৩৬৩৬; সনদ ছহীহ, ছহীহুল জামি‘, হা/১৫৫৫; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৩২; সিলসিলা ছহীহাহ, হা/৯৫১)। এর মধ্যে সম্পদের অপচয় রয়েছে। অথচ আল্লাহ তা‘আলা অপচয়কারীদেরকে পসন্দ করেন না (সূরা আল-আ‘রাফ : ৩১) এবং তাদেরকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৭৮৭৯; https://dralfawyann.com/file/20267/)।
প্রশ্নকারী : আনোয়ার, কাকনহাট, রাজশাহী।