উত্তর : রোগ মুক্তির জন্য এগুলো ব্যবহার করা যাবে না। কেননা আল্লাহ ব্যতীত কেউ রোগ মুক্ত করতে পারে না (সূরা আল-আন‘আম : ১৭)। তাছাড়া এগুলো ব্যবহার করা শিরক (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮; সিলসিলা ছহীহাহ, হা/৪৯২; ছহীহুল জামে‘, হা/৬৩৯৪, সনদ ছহীহ)। এছাড়া শিরকী মন্ত্র দিয়ে ঝাড়-ফুঁক করা, সুতা বা দাগা ও ভালবাসা সৃষ্টির তাবীয ব্যবহার করাও শিরক (আবু দাঊদ, হা/৩৮৮৩;, মিশকাত, হা/৪৫৫২; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৩৩১)। উল্লেখ্য, কুরআনের আয়াত ও ছহীহ হাদীছের দু‘আ দিয়ে ঝাড়-ফুঁক করা যাবে (ছহীহ বুখারী, হা/৫০০৭, ৫০১৬)।