উত্তর : প্রত্যেকটি বিভাগে ক্রয়-বিক্রয়ের ভিন্ন ভিন্ন লিখিত/অলিখিত কিছু নীতিমালা আছে। যা একটি ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখতে সুবিধা হয়। ব্যবসায়িক কিছু কৌশল অবলম্বন করে ব্যবসা করা যেতে পারে। তবে সেটা যদি হয় কুরআন-সুন্নাহ বিরোধী নীতি, তাহলে অবশ্যই তা পরিত্যাজ্য। যেমন ১০ হাজার টাকার বিক্রয় করলে ২ হাজার উপহার হিসাবে পাওয়া যায়। এটা যদি পূর্ব থেকেই ঘোষণা থাকে, তাহলে দোষের কিছু নেই। তবে এরই মাঝে যদি ডাক্তার প্রলোভনে আসক্ত হয়ে অকেজো/মানহীন ঔষধ দ্বারা প্রেসক্রিপশন তৈরি করেন, তাহলে তা হারাম হবে এবং অবশ্যই ক্বিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। কারণ এগুলো ধোঁকার শামিল (মুসলিম হা/১০২)।
প্রশ্নকারী : রাজিবুল ইসলাম, চুয়াডাঙ্গা।