উত্তর : ছালাতে সাজদায় যাওয়ার সময় মাটিতে আগে হাত রাখতে হবে এবং পরে হাঁটু রাখতে হবে। এটা ছহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ সিজদা করে, তখন সে যেন উটের মত না বসে। বরং সে যেন তার উভয় হাত উভয় হাঁটুর পূর্বে মাটিতে রাখে’ (আবূ দাঊদ, হা/৮৪০; মিশকাত, হা/৮৯৯, সনদ ছহীহ)। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সিজদা কালে হাঁটুর পূর্বে মাটিতে হাত রাখতেন’ (ছহীহ ইবনু খুযায়মা, হা/৬২৭, সনদ ছহীহ)। ইবনু হাযম (রাহিমাহুল্লাহ) আগে হাত রাখাকে ফরয ও অপরিহার্য বলেছেন (আল-মুহাল্লা, মাসআলা নং-৪৫৬)। নবী করীম (ﷺ) সিজদায় যাওয়ার সময় হাঁটু আগে রাখতেন বলে সুনানের গ্রন্থগুলোতে ওয়ায়েল বিন হুজর (রাযিয়াল্লাহু আনহু)সহ অন্যান্যদের বরাতে যেসব হাদীছ পাওয়া যায় সেসব যঈফ হওয়ার ব্যপারে ইমামগণের মন্তব্য রয়েছে।
প্রশ্নকারী : মুহাম্মাদ তারিক জামিল, কুমিল্লা।