উত্তর : মীলাদুন্নাবী উদযাপন করা যাবে না। কেন যাবে না এটা অযৌক্তিক প্রশ্ন। কারণ যা নিষেধ তা মেনে নেয়া উচিত। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের নবী তোমাদের যা দিয়েছেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করছেন, তা বর্জন কর’ (সূরা আল-হাশর : ৭)। রাসূল (ﷺ) বলেন, ‘যে এমন কোন কাজ করল অথচ তাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। মীলাদে যে দরূদ পড়া হয় তা হাদীছে নেই। সুতরাং এ ধরনের আমল যত দ্রুত পারা যায় পরিহার করতে হবে।
প্রশ্নকারী : আশরাফুল আলম, বগুড়া।