উত্তর : দু‘আর শুরুতে হামদ ও নাত পড়ার বিষয়টি হাদীছ দ্বারা প্রমাণিত (আবূ দাঊদ, হা/১৪৮১; তিরমিযী, হা/৩৪৭৭)। তবে শেষের বিষয়ে স্পষ্ট হাদীছ পাওয়া যায় না বরং বিভিন্ন মারফূ‘ আছার দ্বারা প্রমাণিত। যেমন ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দু‘আর শুরুতে ও শেষে হামদ ও দুরূদ পাঠ করা মুস্তাহাব’ (আল-আযকার, পৃ. ১৭৬)।
প্রশ্নকারী : মিনহাজ পারভেজ, রাজশাহী।