উত্তর : যাবে। তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না (সূরা আল-মুজাদালাহ : ২২)। তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না এবং তাদের যবেহকৃত কোন পশুর গোশত খাওয়াও যাবে না। তবে মৌখিকভাবে ব্যবসায়িক আদান-প্রদান, হালাল খাদ্যের দাওয়াত কবুল ও উপঢৌকন গ্রহণ করা জায়েয (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮৭৯৮)। আমাদের আদর্শ নাবী (ﷺ) কাফিরদের দাওয়াতে তাদের তৈরি হালাল খাদ্য খেয়েছেন (মাজাল্লাতুল বুহূছিল ইসলামিয়্য্যাহ, ২৬/১০৯ ও ২৮/৮২, ৮৪ পৃ.)। কাফিরদের প্রস্তুতকৃত খাদ্য ও পানীয় খাওয়া ও পান করা বৈধ। যেমন তাদের প্রস্তুত করা, সেলাই করা ও ধৌত করা কাপড় ব্যবহার করা বৈধ (ফাতাওয়া ইসলামিয়্যাহ, ১/২০০ পৃ.)।