উত্তর : রাসূল (ﷺ) দিনে প্রয়োজনে কায়লুলা করতেন দুপুরের সময় (ছহীহ বুখারী, হা/৯৩৯)। তাছাড়া দিনের বেলা কোন্ সময় ঘুমাতেন তা হাদীছে স্পষ্ট পাওয়া যায় না। রাসূল (ﷺ) এশার আগে ঘুমানোকে অপসন্দ করতেন। অর্থাৎ রাতের প্রথম প্রহরেই ঘুমিয়ে যেতেন এবং অর্ধ রাত পরে আবার জাগতেন। রাসূল (ﷺ) রাতে তাহাজ্জুত পড়াতে খুবই পসন্দ করতেন (ছহীহ বুখারী, হা/৫৪৭, ১১৩১)। ইবনুল ক্বাইয়িম আল-জাওযিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রাসূল (ﷺ) যে সময় ঘুমাতেন তা অত্যন্ত উপকারী ও সাস্থ্যসম্মত। তিনি রাতের প্রথম প্রহরে ঘুমাতেন এবং অর্ধ রাতেই জাগতেন। প্রয়োজনে আবার ঘুমিয়ে দ্বিতীয়বার জাগতেন’ (যাদুল মা‘আদ, ৪/২১৯ পৃ.)।
প্রশ্নকারী : রেদোয়ান, গাজীপুর।