উত্তর : এমতাবস্থায় দুই পা খাড়া করে এক সঙ্গে মিলিয়ে রাখতে হবে (ছহীহ মুসলিম, হা/৪৮৬, ১/১৯২ পৃ., (ইফাবা হা/৯৭২); মিশকাত হা/৮৯৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৮৩৩, ২/২৯৯ পৃ.)। আর এ সময় আঙ্গুলগুলো ক্বিবলামুখী করে রাখবে (ছহীহ বুখারী, হা/৮২৮, ১/১১৪ পৃ.; মিশকাত, হা/৭৯২)।
প্রশ্নকারী : তারিক হাসান, রাজশাহী।