উত্তর : মুসলিমের কর্তব্য হচ্ছে- কুরআন-সুন্নাহ যা প্রমাণ করে তার অনুসরণ করা। এ সত্যের ভিত্তিতে মিত্রতা ও শত্রুতা নির্ধারণ করা। যারা হক্বের বিরোধিতা করে তাদের কর্ম থেকে নিজেকে মুক্ত রাখা ফরয। আল্লাহ্র দ্বীন অভিন্ন। সেটা সরল পথ। এর মানে হল- এক আল্লাহ্র ইবাদত করা ও তাঁর রাসূল মুহাম্মাদ (ﷺ)-এর অনুসরণ করা। সুতরাং মুসলিমের উপর ফরয এ সত্যের অনুসরণ করা; এর উপর অটল থাকা। এক্ষেত্রে আল্লাহর প্রতি মুখলিছ তথা একনিষ্ঠ হওয়া, কোন ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য পালন না করা। সে সাথে যারা বিভ্রান্ত তাদেরকে কোমলতা ও উপযুক্ত পদ্ধতিতে দলীল-প্রমাণসহ দাওয়াত দেয়া, তাদের কাছে সত্যকে তুলে ধরা দায়িত্ব (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৮১০৯)।
প্রশ্নকারী : যহীর, কুমিল্লা।