উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ১১ জন স্ত্রী ছিলেন। তারা হলেন : খাদীজা বিনতে খুওয়াইলিদ, যয়নাব বিনতে খুযায়মা, সওদা বিনতে যাম‘আহ, আয়েশা বিনতে আবূ বকর, হাফছাহ বিনতে ওমর, যায়নাব বিনতে খুযায়মাহ, উম্মু সালামা, যায়নাব বিনতে জাহাশ, জুওয়াইরিয়্যাহ বিনতে হারিছ, ছাফিয়্যাহ বিনতে হুওয়াই, উম্মু হাবীবাহ ও মাইমূনাহ বিনতে হারিছ (রাযিয়াল্লাহু আনহুন্না) (মুনাযিরাতু বাইনাল ইসলাম ওয়ান নাছরানিয়্যাহ, পৃ. ৩৩)। এছাড়া দু’জন মহিলার সাথে তাঁর বিবাহ হয়েছিল। আসমা বিনতে নু‘মান আল-কিনদিয়্যাহ, ‘আমরাহ বিনতে ইয়াযীদ আল-কিলাবিয়্যাহ (আস-সীরাতুন নাবাবিয়্যাহ লি ইবনি হিশাম, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৬১)। আরেকজন মারিয়া ক্বিবতিয়্যাত নামক স্ত্রী ছিল (ফাতাওয়া আশ-শাবাকাতুল ইসলামিয়্যাহ, প্রশ্ন নং-২৭৮৯৮)।
রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পুত্র তিনজন এবং কন্যা চারজন্য মোট ৭জন সন্তান ছিল। পুত্র সন্তানগণের নাম হল- কাসিম, আব্দুল্লাহ ও ইবরাহীম। কন্যা সন্তানের নাম হল- যায়নাব, রুক্বাইয়া, উম্মে কুলছূম ও ফাতিমা। শুধু ইবরাহীম ব্যতীত সকলেই খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর গর্ভে জন্মগ্রহণ করে। আর মারিয়া ক্বিবতিয়্যার গর্ভে ইবরাহীম জন্মগ্রহণ করে (ফাতাওয়া আশ-শাবাকাতুল ইসলামিয়্যাহ, প্রশ্ন নং-১৬৯৯)।
প্রশ্নকারী : মিজানুর ইসলাম, পশ্চিবঙ্গ, ভারত।