উত্তর : এমন অবস্থায় আক্বীক্বা করাই উত্তম। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেছে যে, ‘যদি কোন সন্তান জন্মের পরে ৭ম দিনের পূর্বেই মারা যায়, তাহলে তার পক্ষ থেকে আক্বীক্বা দেয়া শরী‘আত সম্মত’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১১তম খণ্ড, পৃ. ৪৪৫)।
প্রশ্নকারী : যুবায়ের বিন মাহির, জামালপুর।