উত্তর : এটা সামাজিক কুসংস্কর। শরী‘আতে এর অস্তিত্ব নেই। আর বন্ধুত্ব করানো নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এই বয়সে সে বন্ধুত্বের কী বুঝে। আবার এটা হুজুরের মাধ্যমে, নির্দিষ্ট বয়সে- এগুলো সবই প্রচলিত কু-ধারণার অন্তর্ভুক্ত। তাই এগুলো এড়িয়ে চলতে হবে। রাসূল (ﷺ) বলেন, ‘যে এমন কাজ করল অথচ তাতে আমাদের অনুমোদন নেই, তা প্রত্যাখ্যাত (ছহীহ বুখারী, হা/২১৪২)।
প্রশ্নকারী : ইলিয়াস, কালীগঞ্জ, সাতক্ষীরা।