উত্তর : আপনার ছালাত বিশুদ্ধ হয়েছে। কেননা আপনি পরিপূর্ণরূপে ছালাত আদায় করেছেন। ইমাম যে ভুলবশত এক রাক‘আত বৃদ্ধি করেছেন, তার দায়ভার ইমামের উপর বর্তাবে এবং ভুলবশত বৃদ্ধি হওয়ার কারণে তিনি মা‘যূর বা নিরাপরাধ। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় অতিরিক্ত একটি রাক‘আত আদায় করেন, তাহলে কিন্তু আপনি কোন ওযর বা কারণ ছাড়াই একটি রাক‘আত বৃদ্ধি করলেন, যার কারণে আপনার ছালাত বাতিল হয়ে যাবে। যেমনটি শায়খ ঊছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেছেন (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৪তম খণ্ড, পৃ. ৫; ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-২৭২; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৩১৮৫২)।
প্রশ্নকারী : সেলিম, রাজশাহী।