উত্তর : আত্মহত্যা বৈধ মনে করে করলে সে কাফির চিরস্থায়ী জাহান্নামী। পক্ষান্তরে অবৈধ জেনে আবেগের বশবর্তী অথবা কারোর উপর অভিমান করে করলে সে কাবীরা গুনাহগার বলে গণ্য হবে। তাই আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতে পারেন অথবা ক্ষমা করতে পারেন। কেউ কোন গুনাহের কাজ হালাল মনে করে না করলে সে স্থায়ী জাহান্নামী হবে না বরং আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তা‘আলা বলেন, اِنَّ اللّٰهَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِهٖ وَ یَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ‘নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন’ (সূরা আন-নিসা : ৪৮)। সে শাস্তি ভোগ করার পর একদিন জান্নাতে যাবে যদি ঈমান ঠিক থাকে। অতএব আত্মহত্যাকারীর অবস্থার উপর নির্ভর করে তার জন্য দু‘আ ও দান-ছাদাক্বাহ করা যাবে যদি তার ঈমান ও বিশ্বাস ঠিক থেকে থাকে (শারহুল আক্বীদাতুত তাহাবিয়্যাহ, পৃ. ২৬১-২৭৫; ইসলাম সাওয়াল ওয় জাওয়াব, ফৎওয়া নং-৭০৩৬৩)।
প্রশ্নকারী : মিজানুর রহমান, কামরাঙ্গীরচর, ঢাকা।