উত্তর : তারাবীহর ছালাত সময় নিয়ে ধীরস্থিরভাবে আদায় করাই উত্তম। রাসূল (ﷺ) ও ছাহাবায়ে কেরামের তারাবীহ এমনই ছিল (তিরমিযী হা/৮০৬, সনদ ছহীহ)। আর এ জন্য মানসিক চাহিদা ও পূব প্রস্তুতি থাকতে হবে। তবে ইমাম মুছল্লীদের অবস্থা লক্ষ্য করে এবং ছালাতের রুকনসমূহ খেয়াল রেখে ছালাত আদায় করবেন। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন,
إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ فَإِنَّ مِنْهُمْ الضَّعِيْفَ وَالسَّقِيْمَ وَالْكَبِيْرَ وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ
‘তোমাদের কেউ যখন লোকদের নিয়ে ছালাত আদায় করে, তখন যেন সে সংক্ষেপ করে। কেননা তাদের মাঝে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ রয়েছে। আর যদি কেউ একাকী ছালাত আদায় করে, তখন ইচ্ছামত দীর্ঘ করতে পারে’ (ছহীহ বুখারী, হা/৭০৩)।
প্রশ্নকারী : মোবারক, দিনাজপুর।