উত্তর : টমেটো সবজির অন্তর্ভুক্ত। আর শাক-সবজির কোন ওশর নেই (ছহীহ ফিক্বহুস সুন্নাহ, ১ম খ-, পৃ. ৪২০)। তবে ব্যবসার উদ্দেশ্যে চাষ করলে এর বিক্রয়লব্ধ অর্থ যদি নিছাব পরিমাণ হয় এবং তাতে এক বছর অতিবাহিত হয়, তাহলে তার যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩-৭৪; মিশকাত, হা/১৭৯৯)।
প্রশ্নকারী : রেযওয়ান, গোদাগাড়ী, রাজশাহী।