উত্তর : অন্যের খরচে হজ্জ পালনে বাধা নেই। এতে হজ্জের ফরযিয়াত আদায় হয়ে যাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ফৎওয়া নং-৬৫৯৩)। কারণ হারাম পথে উপার্জিত সম্পদ কেবল উপার্জনকারীর জন্য হারাম। উপার্জনকারীর নিকট থেকে বৈধ পন্থায় গ্রহণকারী এ জন্য দায়ী হবে না। যেমন রাসূল (ﷺ) ইহূদীদের সাথে লেনদেন করতেন, যদিও তারা সূদ-ঘুষে অভ্যস্ত ছিল (উছায়মীন, তাফসীর সূরা বাক্বারাহ ৫৭ আয়াত, ১/১৯৮ পৃ.)। উল্লেখ্য যে, হারাম উপার্জনের জন্য সূদী প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী সকলেই গোনাহগার হবে। কেননা যারা সূদ খায়, সূদ দেয়, সূদের হিসাব লেখে এবং সূদের সাক্ষ্য দেয় রাসূল (ﷺ) তাদের সকলের উপর লা‘নত করেছেন। তিনি বলেন, ‘পাপের ক্ষেত্রে তারা সবাই সমান’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)।
প্রশ্নকারী : আব্দুল আলীম, মাদারীপুর।