উত্তর : খত্বীবের জন্য জুমু‘আর দিন মুস্তাহাব হলো ওয়াক্ত হওয়ার সময় মসজিদে এসেই মিম্বারে উঠবেন তিনি কোন তাহিয়্যাতুল মসজিদ পড়বেন না। এটাই রাসূল (ﷺ) থেকে প্রমাণিত, তিনি খুৎবার জন্য ব্যস্ত থাকায় তার জন্য এ বিধান প্রযোজ্য নয় যেমন ভাবে কোন (মুহরিম) হাজীর জন্য হারাম শরীফে তাহিয়্যাতুল মসজিদের হুকুম প্রযোজ্য নয় (আল-মাজমূ‘, ৪/৪০১ পৃ.)। অনুরূপ শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ)-এর একই বক্তব্য (ফাতওয়া নূরুন আলাদ দারব)।
প্রশ্নকারী : কবিরুল ফরাজী, গোপালগঞ্জ।