উত্তর : আশূরার দিন আল্লাহ তা‘আলা মূসা (আলাইহিস সালাম)-কে ফের‘আউনের কবল থেকে মুক্ত করেছিলেন। শুধু এই ঘটনাটি সহীহ সূত্রে বর্ণিত হয়েছে। তাই মূসা (আলাইহিস সালাম)শুকরিয়া স্বরূপ ঐদিন ছিয়াম রেখেছিলেন। তারই আলোকে রাসূল মুহাম্মাদ (ﷺ)ও উক্ত ছিয়াম রাখতেন (ছহীহ বুখারী, হা/২০০২)।
উল্লেখ্য, উক্ত ঘটনা ছাড়া যত ঘটনা প্রচলিত আছে, সবই বানোয়াট ও ভিত্তিহীন।
প্রশ্নকারী : খালেদ আহমাদ, ঢাকা।