উত্তর : মুসলিম জীবনে বিশুদ্ধ আক্বীদাই মূল। কারণ আমলের চেয়ে আক্বীদার গুরুত্ব অনেক বেশী। আর আক্বীদা ছহীহ না হলে কোন আমলই আল্লাহর কাছে কবুল হবে না (বুখারী হা/১)। ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলা বান্দার অন্তর ও আমলের উপর ভিত্তি করে বিচার-ফায়ছালা করবেন (ছহীহ মুসলিম, হা/২৫৬৪; মিশকাত, হা/৫৩১৪)। আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করলে তাকে জান্নাতী বলে আখ্যায়িত করেছেন (ছহীহ বুখারী, হা/১৩৯৭; মিশকাত, হা/১৪)। জীবনে কোনদিন সৎআমল না করেও শুধু আল্লাহর ভয় করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন (ছহীহ মুসলিম, হা/২৭৫৬)। ১০০ জনকে হত্যা করার পরেও শুধু আক্বীদা পরিবর্তন করার চেষ্টা করার কারণে আল্লাহ তাকেও ক্ষমা করে দেন (ছহীহ বুখারী, হা/৩৪৭০)। এমনকি শুধু কালেমায়ে শাহাদাত পাঠকে ক্বিয়ামতের দিন তার পাল্লা ভারী করবে বলে বলা হয়েছে (তিরমিযী, হা/২৬৩৯; মিশকাত, হা/৫৫৫৯)।
-আমীনুল ইসলাম, সাতক্ষীরা।
প্রসঙ্গসমূহ »:
প্রশ্নোত্তর