উত্তর : রিয়া বা লোক দেখানো উদ্দেশ্য না থাকলে এ ধরনের কাজে কোন বাধা নেই; যেহেতু তাতে মানুষ উপকৃত হয়। বিশেষ করে জুমু‘আর খুতবা ভিডিও করে অন্যের মাঝে ছড়িয়ে দেয়াতে কোন দোষ নেই। মোবাইল বা ক্যামেরার মাধ্যমে খুতবার ভিডিও করা যাবে। তবে অধিক নাড়াচাড়া করা বা হাতের কাজ করা খুত্ববার মাঝে উচিত নয় (ছহীহ মুসলিম, হা/৮৫৭)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘খুত্ববার মাঝে হাত নাড়ানো বা কোন কাজে সম্পৃক্ত হওয়া হাদীছে নিষেধ। এই নিষেধাজ্ঞা ছাড়া যাতে নিষেধ নেই তা করা যাবে’ (শারহ নববী, ৩/২২৯ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মারূফ, পঞ্চগড়।