উত্তর : আরাফার দিনে অধিক মানুষকে জাহান্নাম হতে মুক্তি দেয়া হয় (ছহীহ মুসলিম, হা/১৩৪৮; মিশকাত, হা/২৫৯৪)। তবে জুম‘আর দিন সম্পর্কে এ ধরনের কোন বর্ণনা পাওয়া যায় না। কিন্তু জুম‘আর দিনে কোন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে, তাকে কবরের ফিৎনা থেকে আল্লাহ মুক্তি দিবেন মর্মে হাদীছ বর্ণিত হয়েছে (তিরমিযী, হা/১০৭৪; মিশকাত, হা/১৩৬৭, সনদ হাসান)। উল্লেখ্য যে, জুম‘আর দিন ইবাদতগত দিক দিয়ে ঈদুল আযহা ও ঈদুল ফিতর থেকে উত্তম (ইবনু মাজাহ, হা/১০৮৪; মিশকাত, হা/১৩৬৩, সনদ হাসান, ‘জুম‘আ’ অনুচ্ছেদ)।
প্রশ্নকারী : কামরুল হাসান, সিরাজগঞ্জ।