উত্তর : তার উপহার নেয়াতে কোন বাধা নেই। যে হারাম উপার্জন করেছে সেটা তার উপরই বর্তাবে; অন্যের উপর না। কিন্তু বস্তু যদি হারাম হয় তাহলে তা উপহার নেয়া বা দেয়া কোনটাই চলবে না। যেমন মদ। ফকীহদের একটি মূলনীতী আছে- كل من اكتسب مالاً محرماً فإنه حرامٌ عليه وحده، أما على الآخرين إذا أخذوه بطريقٍ مشروع فليس حرامٌ عليهم ‘যারাই হারাম পথে সম্পদ উপার্জন করে, তা শুধু ঐ ব্যক্তির জন্যই হারাম। আর অন্যের উপর যারা যেগুলো শারঈ পন্থায় গ্রহণ করছে তাদের উপর হারাম হবে না’ (ফাতাওয়া নূরুন ‘আলা র্দাব, ৫/২৪৭ পৃ.)।
প্রশ্নকারী : নাহিদ, মনিরামপুর, যশোর।