উত্তর : ইসলামে সূদকে হারাম করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা বহুগুণ বৃদ্ধি করে সূদ খাবে না। আর তোমরা আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও’ (সূরা আলে ‘ইমরান : ১৩০)। এক্ষণে পিতা যদি সূদের সাথে জড়িত থাকে এবং সন্তান পিতার সম্পদের উপর নির্ভরশীল হয় এবং তার নিজের কিছু করার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে সন্তানের উপর পিতার পাপ অর্পিত হবে না। যেমন- মহান আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন, যা তোমাদের উপর হারাম করেছেন। তবে যার প্রতি তোমরা বাধ্য হয়েছ’ (সূরা আন-নামল : ১১৯)। তিনি আরো বলেন, ‘সুতরাং যে বাধ্য হবে, অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোন পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আল-বাক্বারাহ : ১৭৩)। তবে উপার্জনে সক্ষম এমন সন্তানের জন্য পিতার হারাম মিশ্রিত সম্পদ ভক্ষণ করা বৈধ হবে না।
প্রশ্নকারী : সৌরভ, সুজানগর, পাবনা।