উত্তর : যাবে না। কারণ এটা বিদ‘আতী প্রথা। কুরবানীর মত গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্ট করার জন্য ইবলীস এই উদ্ভট প্রথার জন্ম দিয়েছে (সূরা ফাতির ১০; ছহীহ বুখারী হা/৩২১০ ও ৬২১৩)। এটা শরী‘আতের সাথে প্রতারণা করার শামিল। এভাবে নিয়ত করলে আক্বীক্বা ও কুরবানী দু’টিই বাতিল হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ (ﷺ) বা ছাহাবায়ে কেরামের যুগে এ ধরনের কোন আমলের অস্তিত্ব ছিল না (নায়লুল আওত্বার, ৬/২৬৮, ‘আক্বীক্বা’ অধ্যায়; মির‘আত, ২/৩৫১ ও ৫/৭৫)। সুতরাং এই প্রথা বর্জন করতে হবে (ছহীহ মুসলিম হা/১৭১৮)। কুরবানী ও আক্বীক্বা দু’টি পৃথক ইবাদত। পৃথকভাবেই আদায় করতে হবে।
প্রশ্নকারী : যয়নুল আবেদীন, গাজীপুর।